একবার ঘুরে যাও আমাদের গাঁয়ে
অশান্ত প্রাণান্ত মন যাবে যে জুড়ায়ে।
ছায়া ঘেরা পথ ঘাট সবুজ চত্বর
বনানী আদলে সেথা জুড়ায় অন্তর।
সবুজের সমারোহ চারিদিকে ঘেরা
শান্তির পরশ মাখা ভুবনের সেরা।
খোলামেলা ঘুরাফেরা অবাধ গমন
সফর সফল হবে গ্রামের ভ্রমণ।
বিচরণে বাধা নেই যেথা খুশি যাবে
পায়চারি করে সেথা বেশ মজা পাবে।
সকলের কাছে তুমি গাঁয়ের অতিথি
কুঁড়েঘর গাছপালা মুগ্ধ বন বীথি।
হারিয়ে যাবে সেথায় মার্জিত আদরে
সমাদর আপ্যায়নে মন যাবে ভরে।
জোনাকির ঝিকিমিকি রাতের লাবণ্য
কমনীয় প্রতিবেশ তৃপ্তির ত্রৈগুন্য।
নীরবতা দূর করা ঝিঁঝিঁ পোকা ডাক
মাঝে মাঝে শোনা যায় শিয়ালের হাঁক।
বিলে ঝিলে মাছ ধরে দুরন্ত ছেলেরা
উদাম দেহের সব জগত বিসরা।
ছোট নদী ডিঙ্গি নায়ে ঘুরেফিরে মজা
গ্রামের বাড়িতে তুমি হয়ে যাবে রাজা।
ঝিরিঝিরি বাতাসের কোমল পরশ
তরতাজা ফলমূল রসালো সরস।
ছোট ছোট বাড়ি ঘর নহে কেহ পর
ঝড় জল নিয়ে থাকে মাথার উপর।
চায় স্বল্প পায় অল্প  তাই নিয়ে তৃপ্ত
পাশাপাশি থেকে হয় অতিশয় দৃপ্ত।
যাও যদি তুমি সেথা শুধু একবার
ঘুরে ঘুরে যাবে তুমি জানি বারবার।