জেগে জেগে ঘুম দিতে মন চায়
জেগেও না-কি ঘুমানো যায়,
কোলাহল মাঝে দিয়ে দেয় ঘুম
মনে করে সব ঘুমন্ত নিঝুম।


ঘুমের ঘোরে হয় বুঝি বেহুঁশ
জেগে ঘুমে থাকে বেশি হুস,
সময়ের সাথে ঘুম দিয়ে থাকে
সাড়া দেয়া মানা যদি কেউ ডাকে।


জেগে ঘুম না-কি দূরে থেকে দেখি
ধরাধামে আজ কত কিছু মেকি,
ঘুমের ঘোরে নীতিবাজেরা ঘুরে
ঘুমের কারণে রাখে দূরে দূরে।