জনম আমার আমি প্রকৃতির জন্য
প্রকৃতির  মনোরঞ্জনে হয়েছি ধন্য।
অবহেলায় থাকি আমি অপ্সরা নই
আপন বিকাশে তৃপ্ত মুগ্ধ হয়ে রই।


অবহেলা উপেক্ষায় আমি ঘাসফুল
স্বল্প চিত্তবিনোদনে করিনি তো ভুল।
সুখী হয়ে থাকি আমি হয়ে পদদলিত
সুন্দর ফুলদানিতে নহি সুশোভিত।


জীবন চক্রের মাঝে পেয়েছি পূর্ণতা
সহসা তুলে নেবার নাই নিষ্ঠুরতা।
ছোঁয় না আমায় কেহ ত্রপা খলতায়
মনে সুখ ছুঁয়ে যায় প্রকৃতি মেলায়।


প্রকৃতির মাঝে ভাসি সুখের অন্তরে
শান্তিতে আছি আমি প্রকৃতির ঘরে।
উপেক্ষায় তীব্র হয় মোর ভালোবাসা  
প্রকৃতিতে প্রত্যয়িত হাওয়াতে আশা।