চাঁদের আধেক মুখে আকাশের বুকে
কিরণে কমতি নাই, মন ভরে সুখে,
জোছনা স্নানের মাঝে আনন্দ মনের
মন খোঁজে পাশে থাকা আপনজনের।


জোছনায় ভিজে দেখা নদী টলমল
চাঁদের কিরণ পেয়ে করে ঝলমল,
মন করে আনচান প্রেয়সীর লাগি
চাঁদ ভেজা জোছনায় বসে রাত জাগি।


ঝিরিঝিরি দোলা দেয়া দখিনা বাতাস
ভেজা মনে ক্ষণে ক্ষণে প্রেমের আভাস,
জীবনের দোলাচলে চাঁদের কিরণ
প্রেমের বেসাতি মোড়া উজ্জ্বল হিরণ।


চাঁদ খসে আলো এসে দেয় প্রাণে দোলা
ঝলকে পলক মেলা যায় না তো ভোলা,
সাদাকালো মিঠে আলো লাগে বড় ভালো
জীবন হয়ে উঠুক সহিষ্ণু গোছালো।