দুদিনের তরে ছোট এই ঘরে
কোনো কিছু ঠিক নাই
ছেড়ে যেতে হবে সবি পড়ে রবে
আজ আছি কাল নাই।
কেউ কেউ বলে কোন এক ছলে
অঢেল সম্পদ গড়ি
পিছে চেয়ে দেখি সবকিছু মেকি
নিজের গলায় দড়ি।


শুধু নাই নাই বেশি বেশি চাই
চাওয়া হয় না শেষ
ভুল পথে চলে টাকা কড়ি হলে
হয় আরাম আয়েশ।
ভুলে যায় শেষে আছে আশেপাশে
শত শত সর্বহারা
চেয়ে চেয়ে দেখে নির্বাক পলকে
জীর্ণ করুণ চেহারা।


তাদের তাকানো হৃদয় কাঁপানো
মনোবল ভেঙে যায়
দীর্ঘশ্বাস ফেলে বিত্তবান গেলে
সহানুভূতি যদি পায়।
দিন পার হয় আশায় আশায়
হারায় কর্ম ক্ষমতা
হয় না উপায় জীবন বেলায়
খুঁজে বেড়ায় মমতা।
তাদের নিমিত্তে দোলাচল-চিত্তে
যদি কিছু করা যায়
কিছু প্রতিকার  হয় উপকার
তৃপ্ত মনে শান্তি পায়।