কবিতায় বলেছি যা
        মুখে তো বলিনি তা,
হয়ে আছো তুমি মোর মনোমিতা।
দেখেও তো দেখিনি          
        কি বলি তা বুঝিনি,
হয়ে আছো তুমি মোর মনমোহিনী।
কোথা সে জানিনা            
        সংশয় বলবো কি-না,
হয়ে আছো তুমি মোর মনোবিনা।
কেন যেন ভাবায়              
        শুধু কি যেন কি হয়,
রয়ে গেছো তুমি মোর ভাবনায়।
কতো শত চিন্তায়              
        চৈতন্য ফিরে পায়,
রয়ে গেছো তুমি মোর চেতনায়।
অকারণ হতাশায়              
        আবেগ উন্মাদনায়,
রয়ে গেছো তুমি মোর প্রেরণায়।
এত কিছু কেন হয়            
        মন খুঁজে তোমায়,
হয়ে আছো তুমি শুধু তুমিময়।