অজানায় তুমি আজ গিয়েছ হারিয়ে
দুজনায় আছি দূরে যাতনা ঝরিয়ে।
ছায়া হয়ে তুমি ছিলে আমার জীবনে
মায়া দিয়ে ছিল ভরা জীবন যৌবনে।


বুঝিনি তখন আমি ছিলে কাছে কত
খুঁজিনি তেমন কিছু হয়ে আশা-হত।
তন্ময় হয়েছি দেখে কত যে তোমায়
মৃন্ময় অন্তরে ছিলে ভাবায় আমায়।


চটু বাক্য বলে যেতে মাধুরী মিশিয়ে
কটু কথা বলে মন দিয়েছে বিষিয়ে।
আনমনে থাকি সদা কিসের লক্ষণ
মনে জানে মন মিতা তুমি সারাক্ষণ।


স্বপনের নায়ে তুমি আছো নিরাকারে
মনের প্রশান্তি নিয়ে থেকো পরপারে।