ভিত কাটা, পাঁচিল উঠবে পাঁচিল ............
খুব দূরে নেই মন খারাপের দিন।
ভারসাম্যহীনতায় ধুঁকবে জীবকুল
অথচ কী আশ্চর্য স্বাভাবিক বেঁচে আছি
নাকি, সবটাই ভান। জানি না .........
ইচ্ছেরাও দরজা খোলে না ............. !


পাঁচিলের দুই-পাশে যে ভেদাভেদ
চোখ সওয়া হয়ে গেছে একটু উষ্ণতার খোঁঁজে ......


বসন্তে শীতের কামড়, সরাতে -
যাব কার হৃদয়ের কাছে ? জবাব নেই
শুনশান চারিদিক।
অনুভূতির চৌকাঠে সহানুভূতির শেজ
আলপিন পড়লেও শোনা যায় শব্দ।
শব্দেরাও অবাধ্য সাজতে চায় না ......!


সীমাহীনতার বেড়া ভেঙে দালান শুধু দালান
তবে কী ভূমিকম্পে নড়ে উঠবে ভিত
চিড় ধরবে দেওয়ালে, নাকি .........
সভ্যতা জবাব না পেলে
দেওয়াল মাথা ঠুকবে দেওয়ালে।