(১)


মারছে মানুষ দ্রব্যমুল্য বৃদ্ধি নামক জল্লাদ ।
হিরণ্যকশিপুকে বধ করছে নাতো প্রহ্লাদ ।।
        আপনি না হয় ভালমানুষ
        ওড়ান না তো কথার ফানুষ
ইশারাতেই মারতে মানুষ আপনি বড় ওস্তাদ।।


                       (২)


লাফিয়ে লাফিয়ে চলছে আজও দ্রব্যমুল্য বৃদ্ধি।
মুনাফাখোর ও খুঁটির জোরে করছে কা্র্যসিদ্ধি।।
        দিনের পরে রাত চলে যায়
        জমছে টাকা দফায় দফায়
নিন লুটে নিন দু-হাত ভরে খাটিয়ে দুর বুদ্ধি।।


                       (৩)


ঘোর কলির নিয়মনীতি মানতে যে হয় কষ্ট।
আগের মতই দুর্যোধন-ও যুদ্ধতে যে হয় নষ্ট।।
        ছলছে যেমন চলবে না আর
        এখন সময় বদলে দেওয়ার
ঠিক পথেতেই আসুক ফিরে যে জন পথভ্রষ্ট।।