সব সময়ই অগাধ সময় , সময় খুঁটে খাই
যোগ -বিযোগের জীবন মাঝে গুন-ভাগকেও পাই।
হৃদয়েরই ঘ্রাণ মেখে, আজ যে হলুদ পাতা
অবয়বের আঁকি-বুঁকি খুললো যে হালখাতা।
তত্ত্বতালাশ করতে গিয়ে অবাক চোখে চাই
ধিকি ধিকি তুঁষ উড়িয়ে হৃদয় পোড়াই তাই ।
দু-হাত ভরে পেলাম যত না পাওয়ারই মাঝে
অনেকটা তার স্মৃতির জালে নয়তো প্রদীপ সাঁঝে।
আলো- আঁধারী জীবন মাঝে সময় স্রোতে বয়ে
পাথর হৃদয় হল বিলীন বইতে বইতে ক্ষয়ে।