"ভাষা পাপী"।


আমার ভায়ের রক্তে রাংগানো,
   ২১ শে ফেব্রুয়ারী,
আমি কি ভুলিতে পারি?
খালি পায়ে হেটে,
একদিন গান গেয়ে,
ভাষার উদ্ধার করেছি সবে।


মায়ের ভাষায় ভালোবাসা নেই,
খুজি অন্য মুখে,
আমি আজ বড্ড প্রফেশনাল,
ইংলিশে কথা বলে,
ঐ ভাষাটায় সিকৃত আজ,
সব অফিস আদালতে।


ভাত কে আজ ভাত বলেনা,
রাইস বলে ডাকে,
মুরগি পুড়ে চিকেন ফ্রাই,
বলবো কিরে ভাই।


মনের ভুলে চলে আসে মুখে
আমি নইগো এদেশের দেশি,
ভিন্ম কোনো দেশের,
তাইতো বলি পাপি নই আমি,
পাপ করেছেন সবে।


কতো ফোটা রক্তের বিনিময়,
এমন মধুর ভাষা পাওয়া যায়,
জানে ১৯৫২ র রফিক জব্বারে।


বেনার ফেস্টুনে কতো রং করে,
দোকান ফার্মেসির বিগ্গাপন,
ঠাই নাই আমার মায়ের ভাষার,
দুঃখে কাদে মন,
কৃষক গরিব শ্রমিক যারা,
কিভাবে পাবে খোজ?


২৩.১.২০২০