আগে আমি মানুষ নাকি আগে আমি মুসলমান?
কোথায় বলো খুঁজে পাবো এই প্রশ্নের সমাধান?
সবার উপর মানুষ সত্য - এমনটা তো সবাই শুধায়।
এই নিয়ে ভাবতে গেলে পড়ি আমি গোলক ধাঁধায়!


মানুষ হয়েই জন্ম আমার, হাতে-পায়ে গা-গতরে
মানুষ বলেই কি শ্রেষ্ঠ আমি? কোন বিচারে?


বনের যত পশু পাখি, কভু কি যায় স্কুলে?
তবু তারা চালায় জীবন যে যার মতো কৌশলে!
সেই তুলনায় মানব শিশু দেখো কত অসহায়
স্বাবলম্বী হওয়ার আগে থাকে কত নিরুপায়।


মানব শিশু বনের পশু - আছে একটা দারুণ মিল
কান্ধে তাদের থাকে না যে পাপ-পুণ্যের কোনই দলিল।
মানব শিশু বড় হলে  বিবেক বুদ্ধির তাড়নায়
চলার পথে সদাই তারা ভালো মন্দের হিসেব লয়।


পাপ ও পুণ্যের বাইরে থাকে পশু পাখি জীবনভর
ভালো-মন্দের বাছ -বিচারে থাকে তারা বেখবর।
অপরাধী হলে মানুষ  - বিচারপতি করে বিচার
পশু পাখি জানেনা তা - আদালতের নাই কারবার।  


বুদ্ধিমত্তা ও আছে সবার - কারো বেশী কারো কম
সেই সুবাদে প্রাণী কূলে কেউ উত্তম আর কেউবা অধম


কেউবা ভাবে, এমনটা তো হতেই পারে বিবর্তনের ক্রমধারায়
বিবর্তনের সাথে সাথেই প্রাণী কূলে বুদ্ধিমত্তার বিকাশ হয়!
মানুষ কি আর পূর্ণ হবে যদি সে হয় বিবেক হারা?
বুদ্ধির সাথে বিবেক মিলে মানুষ হলো সবার সেরা।
বিবেক হারা মানুষদেরে ডাকে সবে জানোয়ার!
তাইতো বুঝি বিবেক হলো মানুষ হওয়ার কারিগর।


বিবেকহীন জানোয়ারের সংখ্যা যদি বেড়ে যায়  
সেই সমাজের অবক্ষয়ে মানুষ থাকে অসহায়।
মানুষ যদি হতেই হবে, হতে হবে বিবেকবান
মানুষ হওয়ার জন্যে বটে এটাই সবচে বড় প্রমাণ।


বিবেক দিয়ে করি যাচাই কোনটা ঠিক আর কোনটা নয়!
ভাবছো কভু, মোদের তবে এ বিবেকের উৎস কোথায়?
বিবর্তনের ক্রমধারায়? নাকি অভিজ্ঞতার পরিক্রমায়?


মানুষ কি আর বুদ্ধি দিয়ে ঠিক বেঠিকের ফর্দ বানায়?
নাকি নাক কান চোখের ক্ষমতায় বা হৃদের ইশারায়?
দেহযন্ত্রের ওসব অঙ্গ কোন প্রাণীদের নাই এ ধরায়?


বিবর্তনের উদবর্তনে মানুষ যদিবা শ্রেষ্ঠ হয়
তাহলে যে বিবেক মোদের বাড়ার কথা একই ধারায়।
সেই হিসেবে দিনে দিনে বিবেক মোদের বাড়ার কথা
তবে দেখি এতো কেন হানাহানি আর অরাজকতা?


বিবেক তবে নয় যে মোটেই বিবর্তনের আশীর্বাদ
বটে বিবেকহারা মানুষ হবে বিবর্তনের অপবাদ!
বিবর্তন আর অভিজ্ঞতায় সভ্যতার এই শৃঙ্গে চড়ে
বিবেকহারা "মানুষ"- র সংখ্যা বলো কেমনে বাড়ে?
সব-ই যদি ধাপে ধাপে উঠল গড়ে বিবর্তনের সূত্র ধরে
ক্ষীণ হলেও পশু পাখির একটু বিবেক থাকতো নারে?


তবে কে মোদেরে চাইছে বলো হতে হবে বিবেকবান?
কোথা থেকে পেলাম মোরা মানুষ হওয়ার সম্মান?


যিনি মোদের গড়েছিলেন দিয়ে সেরা অবয়ব
তিঁনি দিবেন বিবেক মোদের - নয় কি সেটা সম্ভব?


মানুষ করে সৃষ্টি যিনি করেছিলেন তোমায় আমায়
তাঁর -ই মোরা দূত হয়ে সব বেঁচে থাকি এই যে ধরায়।
সেই কারণে মোরা যে নই মানুষ নামের প্রাণী কেবল
একই সাথে মানুষ এবং তাঁর -ই মোরা গোলাম সকল।


তাইতো আমি ভাবি যখন
আগে আমি মানুষ নাকি আগে আমি মুসলমান?
অনুভবে আসে তখন
একই সাথে মানুষ আমি, একই সাথে মুসলমান।


এবার যদি তোমায় আমি প্রশ্ন করি একই সুরে,
তোমরা কি সব মানুষ আগে, নাকি বাঙালী বা আমেরিকান?
পারবে নাকি সত্য কথা বলতে তুমি এর উত্তরে?
প্রাধান্য পায় জাতিসত্তা - আছে বৈকি তার অনেক প্রমাণ।
তবে মিছেই কেন দাবী করো সবার আগে মানুষ সত্য?
বিবেকহারা মানুষ হয়ে করছো তুমি কার দাসত্ব?


২০২১ ১০ ২৩