দেখি নাই ছুঁয়ে
ওযু ছাড়া লয়ে
আল-কোরআন,
কপালে ঠেকিয়ে
করেছি  চুম্বন।


দেখিয়েছি কি সম্মান!
আমি যে মুসলমান।


দেখেছি  কি খুঁজে ?
কোরআনের মাঝে
আছে কত বিধান
আছে সব ফরমান
আমি যে মুসলমান।


এ জীবনে যত করেছি তিলাওয়াত,
সুরা ফাতিহার সেই সাতটি আয়াত।  
কতটুকু তার ঢুকিয়েছি মগজে ?
কতটুকু তার লাগিয়েছি কাজে ?


প্রতিবার করেছিনু শুরু
নিজেকে সাজিয়ে ধর্মভীরু


গেয়ে শুধু তাঁর-ই গুণগান।
বলেছিনু তিঁনি দয়ালু মহান।
বুঝিনি কত যে তার ইহ্সান।
সাপিনী কভু নিজের-ই পরান।

আমি কি মুসলমান?  


জেনেছি  কি, কে মালিক ?
যেথায় যা কিছু আছে,
ধরাতে ও মহাবিশ্বে ?


ভাবিনিতো একটু ক্ষানিক
সবই যে তাঁর-ই অনুদান।
আমি কি মুসলমান?


আসবে যখন শেষ দিনের বিচার
ভেবেছিনু কি? দিতে পারবো ফাঁকি?
বটে অগোচরে নেই কিছু তাঁর
প্রকাশ্য-গোপনে যত খুঁটিনাটি।


আমি অপচীয়মান
আমি কি মুসলমান?


আমি করেছিনু পাঠ যত যেথা
সুরা ফাতিহা- কোরআনের মাতা
দিয়েছি ঘোষণা
করব না উপাসনা
তিঁনি ভিন্ন অন্য কোনো বিধাতা।


সে পনের কাহাতক
রেখেছিনু  সম্মান ?
আমি কি মুসলমান?  


খুঁজেছি  হয়ে  ব্যাকুল
যে পথ সহজ-সরল।
বটে আজ-ও বুঝি নাই  
নিশানা সে পথের ই
দিয়েছে  আল-ফুরকান
আমি কি মুসলমান?


যত পথভ্রষ্ট পাপাচারী
হয়েছি  তাদের-ই অনুসারী  
আমি  তো নাফরমান!
আমি কি মুসলমান?


নামাজ পড়তে হররোজ পাঁচবার
তাগিদ দিয়েছে কোরআন কতবার?
তবু দেখিয়েছি কত অজুহাত
বুঝিনি নামাজের কত বরকত।  
নামাজের মাঝে
দেখি নাই খুঁজে
ছিল কত কল্যাণ।
আমি কি মুসলমান?


কটা রাত কেটেছে জেগে
কেঁদে কেঁদে প্রভুরে ডেকে?
দয়া তাঁর তবু অফুরান।
করিনি এতটুকু শুকরান।
আমি কি মুসলমান?


হররোজ ভুলেছিনু আমি
তুমি যে মোর-ই অন্তর্যামী;
হেলা-ফেলা অবহেলা
ভেঙে যত রীতি শৃঙ্খলা
করেছি অহংকার
ভুলিয়া আপন-পর।


মেখে কত সুবাসী আতর
টুপি আলখাল্লার কত রং  
তথাপি শুধি  নাই অন্তর।  
সেজেছি কেতাদুরস্ত সং।


দেখেছি কি ভেবে  কখন
ঠুনকো  যে মোর ঈমান?


আমি কি মুসলমান?  


আমি  মুসলমানের-ই অপমান !