বেদনার খেয়া ঘাটে তরী মেলে
    নেই কোনো মাঝি-মাল্লা
একা একা সেই তরী ধেয়ে চলে
   দুঃখের ঝড়ে মেলে পাল্লা


সেই তরী কোথা যাবে কোন ঘাটে
      জানা নেই ঠিকানা
রাত দিন ঝড় উঠে তরী ছোটে  
     নেই কোনো তাড়না


ঝড় যদি থেমে যায় খুঁজে পায়
    দিগন্তে রক্তিম সীমানা
দুরু দুরু বুকে নামে অজানায়
    সবকিছু মনে হয় অচেনা


২০২১ ১২ ০৫