আসবে মরণ যখন তখন
জেনে ও তা রাখিনি স্মরণ।
ঠুনকো এ জীবন নিয়ে কত উৎসব
কত আয়োজন, কত কলরব!


এ জীবনে কতটুকু হলো অর্জন,
তাই নিয়ে করি কত তর্জন গর্জন।


ভাবিনি কখনো কোনো কিছু তার
নয় অবিনশ্বর।
তবু তা পাওয়ার লোভে থেকেছি
সদা তৎপর।
মরণের পরে, কি যে হবে  
দেখিনি তা ভেবে,
পাইনি সে অবসর।


উঠেছি চমকে, বটে ক্ষণিকের তরে
মৃত্যুর সংবাদ শুনেছি যতবার
গিয়েছি ফিরে তড়িঘড়ি জীবনের ভীড়ে
লয়ে যত ঠুনকো স্বপ্ন-সাধনার।


মৃত্যুকে সদা করেছি ভয়
মৃত্যু ভাবনাকে চলেছি এড়িয়ে,
ভেবেছি, হতাশাকে করেছি জয়।


তবু হবো কি মোরা কভু মৃতুঞ্জয়ী?
না না, এ জীবনতো নয় চিরস্থায়ী।


পৃথিবীর মোহে না হয়ে মুখর,
ভেবে যা কিছু আছে মৃত্যুর পর
যদিবা নিতাম নিয়ত প্রস্তুতি!
না করে লালন, বাঁচার আকুতি,
বটে মৃত্যু কে যদি না করে ভয়,
মৃত্যু কে যদি হেথা করতাম জয়!


২০২১ ০৭ ০৭