আমার আমি নিয়ে আমি
মেতে আছি কত
হেন্ করেঙ্গা তেন্ করেঙ্গা
শুধাই অবিরত।


আমি যে এক ফাটা কলস
কাজের কাজে শূন্য,
কথায় আমি বেজায় সরস
তাতেই আমি ধন্য।


নিজের ঢোল নিজে পেটাই  
এটাই এখন রীতি,
তা না হলে জুটবে না যে
ক্ষমতা আর খ্যাতি।


কে যে আমায় কি যে বলে
থোড়াই কেয়ার করি,
মুখোশ নিয়ে চলতে আমার
নেইকো কোনো জুড়ি।

দুনিয়াতে দ্যাখো এখন
এমন ছেলে কত,
কাজে না বড় মোটেই
কথায় যে মস্ত।


ওদের কথা শুনলে হায়
মাথায় পরে বাজ,
কথার চালে বোঝা দায়
ওসব বকাওয়াজ।


আমার মতো আরো কত
আছে চারিপাশে,
কাজে পটু ভোদাই যত
সবাই তাদের বশে।


গাঁয়ে  মানে না আপনি মোড়ল
এটাও আরেক রীতি,
চোরের উপর বাটপাড়ি আজ  
সবচেয়ে বড়  নীতি।


এমনি করেই যুগের সাথে
তাল মিলিয়ে চলি,
যত মানবতার নিয়ম নীতি
রাখছি শিঁকেয় তুলি।


২০২১ ০৭ ১২