হয়েছি হাজির, হে রব আমার
আমি হয়েছি হাজির, আহবানে তোমার)।
সকল প্রশংসা, আর সকল কৃপার
কেবল তোমার-ই এখতিয়ার।
যা আছে আসমান ও যমীনে,
সবই তো অধীনে তোমার;
তোমার নেই কোনো অংশীদার।


দেখো, আমি করেছি পিধান
দু খণ্ড কেবল শুভ্র বসন।
এর থেকে বেশী কিছু আর
যাবে নাকো সাথে আমার;
যখন পাড়ি  দিব মরণের দ্বার
এতো বুঝি তা-ই স্মরিবার।


এ শুভ্র বসনে, আমি আজি  
নিয়ে মোর আকুল আরজি
আরাফায় এ মরুর বুকে
এসেছি তোমার-ই ডাকে।


আরাফার জমিনে আজও অনড়
জাবাল রাহমাহ যেথা করায় স্মরণ,
নবী আদমের অনুতাপ নিরন্তর।
নবী আদমের আকুল আবেদন,
মার্জনা তোমার, আর বিবির মিলন,
হেথা তুমি মহান তা করেছো গ্রহণ।


সেই থেকে শুরু পৃথিবীর 'পর
সৃষ্টি হয়েছে যত নারী আর নর
বিমুক্ত বিচরণ, সদা তৎপর।


গোধূলি লগনে, আরাফা ছেড়ে
এসেছি মুজদালিফা ধূসর প্রান্তরে;
কাটিয়েছি রাত খোলা আকাশের নীড়ে
লাখো মুসলমান-মুমিনের ভিড়ে।


তাকিয়ে দেখেছি সীমাহীন আকাশ,
এভাবে বোঝার হয়নি যে অবকাশ;


আছে মানুষ ভিন্ন কত, বর্ণ, গোত্র, রঙে
বটে, সকলে হয়েছে হাজির একই ঢঙে;  


দেখেছি জনে  জনে নেই প্রভেদ বিশেষ।
সেতো তোমার-ই সৃজন, করুণা অশেষ।  


অতঃপর প্রত্যুষে মুজদালিফা ছেড়ে  
মীনাতে এসে, জামারাতে কঙ্কর ছুঁড়ে
হেনেছি আঘাত ঘৃণার রোষানলে
কভু চাইনা পড়িতে ইবলিসের ছলে।


অতঃপর এসেছি ফিরে,
করেছি তাওয়াফ কাবাকে ঘিরে।
নেই বটে কিছু আজ শূন্য সে ঘরে
শুধু তাকবীর ধ্বনি শুনি চারিধারে।


উতলা যাত্রী সকলি ঘোরে সাত পাকে
ব্যাকুল হৃদয়ে তোমারে-ই  ডাকে
তোমার-ই কাছে করে প্রার্থনা
চায় শুধু সবে তোমার-ই মার্জনা।


তাওয়াফ শেষে ছুটে যায় সকলি
করিতে স্মরণ সেই ক্ষণগুলি;
আবার-ও সাত পাকে বাঁধা
সাফা -মারওয়ার গায়ে গায়ে গাঁথা
বিবি হাজেরার ঈমানের ইতিকথা।


ক্রীতদাসী হাজেরা, নবজাতকের মাতা
সতীন সারাহ, তাহারে দেখায়নি মমতা।


শিশু ইসমাইলকে সাথে লয়ে শেষে
পিতা তাদেরে রবের-ই আদেশে,
রেখে এসেছিলো নিভৃত মরুর দেশে।


সাফা মারওয়ার মাঝে আকুল হাজেরা
এতটুকু পানির খোঁজে, ছিলো দিশেহারা।


অবশেষে, নির্জন মরুর বুকে
রুদিত শিশুর পায়ের-ই আঘাতে,
বহেছিলো জমজম জলধারা
সেতো তোমার-ই অদৃষ্ট ইশারা।


আজও মোরা সেই পানি পানে
স্বর্গীয় শুধা মেটাই মননে।


এতো কিছু অবশেষে তোমারি কারণে
নবী ইব্রাহিমের অনুকরণে
দিয়েছি কোরবান, ত্যাগের নজরানা দিতে
সেতো জীবন্ত পশু তোমার-ই অনুমিতে।
হবে কি কবুল আমার এ হজ্ব
মজুর করো আমার এ আরজ ,
মুমিন হয়েই চাই শুধু বারেবার
তোমার কাছে ফিরে যাবার।


পথভ্রষ্ট এক পাপী আমি
ছিলেম সদা বিপথগামী।
নিয়ত যে লঙ্ঘন করেছি সীমা
প্রভু আমার, করো মোরে ক্ষমা।


২০২১ ০৭ ১৯