যুগের সাথেই তাল মিলিয়ে চলতে গিয়ে
মানুষ হয়ে থাকবে না কেউ আর পিছিয়ে
মন মননে রইবে না কেউ পিছু টানে
মানুষেরে হতে হবে বড় কিছু দক্ষ গুনে


দক্ষ গুনে দামী অনেক মানুষ আছে কলিকালে
জীবন সবার কত সহজ করে দিলো তারা মিলে
মোদের সবার পূর্ব পুরুষ কাজ করতো মাঠে ঘাটে
ভাবছি মোরা তাদের বুঝি জীবন ছিলো কত কষ্টে
এখন দেখো চাষ করে না মাছ ধরে না কৃষক জেলে
মাঠে ঘটে ঘাম ছড়িয়ে রোদে পুড়ে বৃষ্টি জলে
ওসব কিছু খুব সহজে করতে পারে যন্ত্র পেলে
যন্ত্র মন্ত্রে জীবন কাটে পায়ের উপর পা টা তুলে


জীবন যাদের অনেক সহজ নতুন নতুন আবিষ্কারে
তাদের বটে কর্ম ব্যস্ত জীবন কাটে বদ্ধ ঘরে
জীবনটাকে আরো সহজ করবে তারা কেমন করে
আরাম প্রিয় এমন জীবন আছে তাদের স্বপ্ন ঘিরে


সবাই মোরা চাচ্ছি সবে এমন সাধের জীবন পেতে
মোদের শধু গড়তে হবে নিজেদেরে "মানব সম্পদে"
"মানব সম্পদ" মানুষ থেকে পায় যে কত বেশী কদর
সবাই মোরা দক্ষগুনে নামী দামী মানুষেরি রাখি খবর
আটপৌরে মানুষ যত হয় না মোদের দৃষ্টি গোচর


২০২১ ১১ ২৬