জালিমের উল্লাসে
আজ অন্তর জ্বলে
বিদগ্ধ মানসে
ক্রোধের দাবানলে !


হাতে হাতকড়া
পায়ে বেড়ি বন্দীশালে,  
মানবতা কাঁদে আজ
জালিমের পদতলে।


কেন এতো গুলির আওয়াজ ?
কেন আজ  এতো রণসাজ ?
দেশে দেশে সব রাজা-ধীরাজ
নেই কি তাদের এতটুকু লাজ ?    


চেয়ে দেখ আঁধার গগনে  
তারাদের আলোর বানে
মেঘেদের নাচের তালে
বাদলের কোলাহলে


তটিনীর উতাল তালে
সব হারাদের ঐ মিছিলে


কৃপাণের জাগবে তুফান
পাষাণের হোক অবসান


তোরা যবে উঠবি জেগে
প্রভাতের আলোর ডাকে।
বিভাবরী কাটবে তবে
নতুন দিনের আবির্ভাবে।


জেগে উঠ, উঠবে সবে
জুলুম নিপাত তবেই হবে
আঁধার কেটে প্রভাত হবে
মানবতা মুক্তি পাবে।
[২০২১ ০৬ ১২]