এক মিনিটের নাই ভরসা,
তবুও কতো রং তামাশা!
চারিদিকে টাকার নেশা।
খুন খারাবি হর-হামেশা।


দেখো এ জীবনে কতো মজা!
আসল নকল যায় না বোঝা।
কার দোষে যে কে পায় সাজা?
গায়েব হয়েছে শরম-লজ্জা।


বিচার আচার নাই সমাজে।
মিষ্টি কথায় চিড়া ভাজে।


যায় না বোঝা সত্য-মিথ্যা।
কাজে লাগে না বুদ্ধি বিদ্যা।


ক্ষমতা আর টাকার লোভে,
যা খুশি তা-ই করছে সবে।


কেউ ভাবে না কয়দিন রবে,
দম ফুরাইলে কি আর রবে?
ক্ষণিকের এই ঠুনকো ভবে?


২০২০ ০১ ১৮