জন্ম থেকে আজ অব্দি দেখি আমি
মায়ের মুখে সোহাগ ভরা স্নেহের হাসি
কালেভদ্রে দেখা মেলে অনেক দামী
গুপ্ত আমার বাবার মুখের বিরল হাসি


মন ভুলানো চোখ ধাঁধানো অভিমানী
প্রিয়ার মুখে মধু মাখা প্রেমের হাসি


দোস্ত বন্ধু সবার সাথে কেন জানি
যখন তখন যা তা নিয়ে অট্টহাসি


পথের মাঝে দেখা হলে কেউ দিয়ে যায়
সালাম দিয়ে কুশল জেনে পাওনা হাসি


মর্ম পীড়া বাড়বে বটে কেউ যদি দেয়  
ঠোঁটের কোণে তুচ্ছজ্ঞানে মুচকি হাসি


দিন-মজুরে ঘামের শ্রমের মূল্য পেলে
দিতে পারে অমূল্য এক সরল হাসি
এমন হাসি কোথায় পাবে এই ভুবনে
ভালোবাসার দিনগুলি আজ হলো বাসী


২০২১ ১২ ০৫