কাদের মোরা কিসের তালে
করছি সবে বন্দনা
নিয়ম নীতি ঝেড়ে ফেলে
ভোগে তারা দ্বন্দ্বে না
মানুষেরই দুঃখে কষ্টে
মোটেই তারা কান্দে না
কিছু তাদের বল্লে কেহ
তাদের সেটা পছন্দ না


যা খুশী তাই করেছে তারা
বলছি মোরা মন্দ না
ঘৃণ্য পচা দেখেও বলি
ওসব পূতি গন্ধ না
আটকে থেকে ফান্দে বলি
ওসব খানা খন্দ না
একই কথা বলতে থাকি  
যেমন বলে চন্দনা
মরার মত বেঁচে আছি
মোরা কিন্তু জিন্দা না


২০২১ ১২ ০৬