আছে শ্রবণেন্দ্রিয় বটে, আমি বধির বলিয়া
খাঁটি কথা মোটে ঢুকে নাই মোর কর্ন ভেদিয়া।


যত কিছু,বলিয়াছি মুখে মুখে হাসিয়া কাঁদিয়া  
এতটুকু তার নামে নাই বুকে কণ্ঠনালী বহিয়া।


যাহা কিছু দেখার কথা ছিল অন্তর দিয়া
দেখি নাই তাহা কভু চক্ষু মেলিয়া
অন্তর্দৃষ্টি সদা আমি রাখিছি মুদিয়া।


জ্ঞানেন্দ্রিয় বিকাশে থাকি সজাগ সদা
ভোগ বিলাসে আমি সব বিলাই মেধা
তৃণজ্ঞান করে যত বিবেকের বাঁধা।


যতটুকু সাধিয়াছি, সব নয়নের সুধা।
নিজেরই তরে মিটাইতে মনের ক্ষুধা।


ইন্দ্রিয় জ্ঞান মোর সব হইয়াছে বৃথা
ব্যর্থ হইয়াছে মোর মনুষ্যত্বের প্রথা।


২০২১ ০৮ ১৭