অনুকাব্য ১
----------
মানুষ হয়ে থাকবে না আর মানুষ কেহ
অবয়বে থাকবে বটে মানব দেহ
২০২১ ১১ ২৬


অনুকাব্য ২
----------
বেদনার রক্তে রঙ্গীন
ফাগুন মাসের সেই দিন
কভু ভুলবোনা তোমাদের ঋণ!
জীবন দিয়ে তোমরা যারা
রুখেছিলে মায়ের ভাষা
তোমাদের তরে থাকবে সবার
নিরবধি ভালোবাসা
২০২১ ১১ ২২


অনুকাব্য ৩
----------
এমন যদি হয় চকিতে,
আসবো ঘুরে দূর অতীতে
করবো হেথা মোকাবেলা
মীর জাফরের খেলা
রুখে যেত তবেই কিনা
ব্রিটিশ রাজের ফণা
২০২১ ১১ ২১


অনুকাব্য ৪
----------
বিদিশার ঘোরে যে বাঁধনে ছিল সে যুক্ত
ঠুনকো সে বাঁধন ছিড়ে নই আমি মোটে রিক্ত
বাঁধন বিহীন জিন্দেগী আমারি আজি মুক্ত
চিত্ত আমার আজি নয়ন জলে হবে না সিক্ত
২০২১ ১১ ১৯