এই যে আমি খেয়ে থাকি নাখেয়ে থাকি
একবেলা খাই আধপেটা খাই
এই যে আমার বেকার জীবন
হন্যে হয়ে এই শহরে চাকরি খুঁজি
এই যে আমি রোগে ভুগি শোকে ভুগি
এই যে আমি সারাটাদিন ঘুরে ঘুরে
ঢুলতে ঢুলতে রাতদুপুরে
মেসের কামরায় ফিরে আসি
এই যে আমার ছন্নছাড়া উচ্ছন্ন দিন
কেউ কি তাহার খবর রাখে?


খবর আর কেইবা রাখে, কার পড়েছে দায় এমন
স্বপ্ন রঙিন মখমল দিন, যা-তা খবর কী প্রয়োজন!