ও পথে হেঁটে গিয়েছিলাম
মনের গভীরের যত অনুভূতির ছড়া
ঝেঁড়ে ফেলে ভেবেছিলাম
যত দুঃখবোধ হোক তবে আনন্দধারা
দূরে বহুদূরে হেঁটে চলে যাই
ঐ যে সমুদ্রের স্রোতে
হাওয়ায় ভেসে হারিয়ে যাই
ও পথে নেইতো তোমার পথের ছাই
কিংকর্তব্যবিমূঢ় কি আমি হই?


ও পথে হেঁটে হেঁটে
ক্লান্তি, দগ্ধতা, শূন্যতাকে
দূরে ঠেলে
অন্য কোনও বনের সুবাসে
প্রাণভরে
নিঃশ্বাস নিতে গিয়েছিলাম
কত শত পথ যে পাড়ি দিয়েছিলাম
একটিবার ভুলে যাব বলে
একটিবার মনকে সংযত করব বলে


ও পথের অন্য কোন মাটিতে -কবরে
বিছিয়েছিলাম যত নিরারুণ কষ্ট
যত গভীরতম ক্ষত
আড়ালে গিয়ে ভেবেছিলাম
আড়াল করে ফেলব যত যন্ত্রণা
মরে যাবে যত ব্যথা


ও পথের জীর্ণ শীর্ণ বাঁকা চাঁদ
অথবা উষ্ণ-রুগ্ন-তীব্র সূর্য
পারেনি এ মনে সহান করে নিতে
শত অক্ষমতাকেও তুচ্ছ করে
ভেবেছিলাম ও পথের নিভৃতেই
যাব মিশে-হারিয়ে
হেঁটেই চলেছিলাম ফিরে তাকাবোনা বলে


ব্যর্থ শত চেষ্টা
একটি ক্ষণ , একটু ক্লান্তি, একটু পানির আকাংক্ষায়
যেইনা ফিরে তাকালাম
শুধুমাত্র তোমাকেই পেলাম


২৭শে নভেম্বর ২০২১