এই ছোট্ট পৃথিবীতে ঘটে যায়,
প্রচুর অনাকাংক্ষিত দুঃসহ ঘটনাবলি,
কষ্ট পাই, বুক চিরচির করে ওঠে কোনও কোনও সময়;
ফিরে তাকিয়ে নির্লিপ্তের মত করে সম্মুখে হেঁটে চলি;
আসলেই কি সামনে ছুঁটে চলা?
নাকি বধির সময়ের নিষিদ্ধ আঁধারে জীর্ণ হয়ে পড়ে থাকা?


তবুও, ন্যূনতম বিবেকবোধ, সামান্যতম মনুষত্যবোধ
এক তিল পরিমাণ আলোয় উদ্ভাসিত সত্তার উপস্থিতি,
শূণ্যে ভেসে থেকে হারিয়ে যাওয়া আন্দ্ধি,
ফিরে আসা ছোট্ট অতি-ক্ষুদ্র কবিতা-কণার ঋতি;
অথবা, তুচ্ছতম রুচিবোধ।


সর্বশক্তি দিয়ে ফিরিয়ে আনবে "সেই মানব" সত্তাকে,
এই ক্ষণজন্মা আবরার ফাহাদ-এর দুর্বিসহ সেই মৃত্যুর রাত্রিতে;


হয়তবা কোনও পৈশাচিক পিশাচের প্রেতাত্মাও
এতটা নিষ্ঠুর হতে পারতনা,
ঐ যে ওরা নৃশংস বীভত্স হায়েনার চাইতেও শীতল- দাঁতাল- রক্তাক্ত
যাদের অস্তিত্বের পুরোটা;


একটি জ্যান্ত মানুষ
রক্তে-মাংসে গড়া আবরার ফাহাদের,
প্রতিটি রক্তের কণিকা সেদিন চিত্ত্তকার করে উঠেছিল,
"প্রাণ" কাকে বলে যেন মৃত্যুপুরী থেকে উঠে এসে
আর্তনাদ করে বলতে চেয়েছিল;
যেন মৃত্যুও হয়ত অধিকতর সুখকর হত.... ?


কিন্তু, নাহ! ঐ যে নর পশুর দল
পিটিয়ে পিটিয়ে আবরার ফাহাদ-এর দেহের প্রতিটা কোষে,
করেছিল জীঘাংসার আঘাত;
নিদারুণ যন্ত্রণায় তার আত্মা বারংবার উঠেছিল কেঁপে;
তীক্ষ্ণ আর্তনাদ, চিৎকারে আকাশ হয়ে উঠেছিল ভারী
অথচ, এতগুলো বুদ্ধিমত্তা,
হারিয়েছিল যত বোধ, যত বিবেক, যত মানবতা;
শ্রেষ্ঠ জ্ঞ্যানের ভান্ডার হয়েছিল সেরাতে
বুদ্ধিহীন, বোধহীন, বিবেকহীন, মানবতাহীন।


একটি জ্যান্ত মানুষ
একটি ভীষণ মেধাবী প্রাণ,
স্রষ্ঠার নৈকট্য-লাভে যেই ধ্যান,
রক্ত-মাংসের "আবরার ফাহাদ";
যার প্রতিটি রক্তের কণিকা সেদিন চিৎকারে করে উঠেছিল,
আর অপর পাশের বিকৃত মানসিক ব্যধির সৈন্যদল যে দৈন্যে ভুগছিল,
তার প্রতিকৃতি প্রকাশ পেয়েছিল;


নাহ! তাদের বিবেক-হীনমন্যতা
একফোটা পানি-কণা দেয়নি  
একফোটা অশ্রু নয়,
এক তিল অনুশোচনা নয়,
এক বিন্দু পরিমাণ ভয় নয়,
সৃষ্টিকর্তার সৃষ্টির প্রতি আচরণ ছিল
জঘন্যতম উগ্র, অমানবিক, ভয়াবহ নির্দয়;


এই ছোট্ট পৃথিবীতে ঘটে যায়,
প্রচুর অনাকাংক্ষিত দুঃসহ ঘটনাবলি,
কষ্ট পাই, বুক চিরচির করে ওঠে কোনও কোনও সময়;
তবে, আবরার ফাহাদ এর এই হত্যাকান্ড
আমৃত্যু ভাবাবে-কাঁদাবে,
শোকে জর্জরিত করে পাথরে পরিণত করবে,
হীম-শীতল, নির্লিপ্ততার মাঝেও জীবনমৃত অনুভূতিতে সমগ্র আত্মাকে;
করে তুলবে জাগ্রত,
আবার পর মূহুর্তেই মৃত;
সত্তার প্রতিটি রন্ধ্রে অনুভূত হবে আবরার-ফাহাদ -এর সেই
আর্ত-চিৎকার,
হায়!!! ঝরে যাওয়া অবুঝ প্রাণ
হাহাকার, হাহাকার, হাহাকার;
সকল সংশয় কাটিয়ে জানান দিবে এই পৃথিবীতে বসবাস করে এখনও
ঐ যে প্রেতাত্মাদের চাইতেও অধম-ধরনের যাবতীয় হীনকায় জানোয়ার!!!


১৪ই ডিসেম্বর ২০২১' রাত ১ঃ৩৩