Underneath this indigo piece of sky
where cumulus clouds are wandering around ~
I lay down on the green grass-field , try to fathom the reality of life
An expedition that has been perilous in many ways
but always remained innocuous for this soul .....
Probably, benediction is bestowed from high above
~ Else, how can Eternal glee scatter the atmosphere ?
Probably, repugnance is not the answer at all
~ Else, how can Luminance still lightens up the horizon ?
Probably , auburn ray of sunshine travels the space with utmost care
~ Else, how can scars or burning wounds don’t flash out with ease ?!!! Underneath this peaceful zephyr ,
I close my eyes and travel to
"This' mysterious bequeathed spiritual entity


7th November 2019..... 4:18 pm.


ঐ বিশাল নীলাভ আকাশের নিচে
যেখানে তুলো তুলো মেঘেরা ঘুরে বেড়াচ্ছে
দিগন্তের আগে
এই সীমাহীন মাঠপ্রান্তরে, ছোট-কচি ঘাস গুলোর উপরে
ডানা মেলে নাহয় শুয়ে
নিমগ্ন হয়ে তাকিয়ে দেখছি
চির চেনা আকাশের বিচিত্রতা , রং, ভাব-ভংগি
আর অনুধাবনের প্রচেষ্টায় প্রায় অনেকটা সময় পার হয়ে যাচ্ছে
জীবনের নানা সূত্র গুলোর সরল কিংবা জটিল সমীকরণ গুলোকে
খুঁজে খুজে


তবুও বিষাদময় ভয়াবহতাও যেন ভেঙ্গে চুরমার
করতে পারেনি এ সত্তাকে


নিশ্চয়ই, বিধাতার আশীর্বাদে বর্ষীয়ান
সপ্ত ধরণীর আকাশ হতে যেন নেমে এসেছে
এক গুচ্ছ অপরিমেয় আনন্দধারা
তা নাহলে,
কিভাবেই বা আকাশরাশির শান্তি বিরাজমান ?


নিশ্চয়ই, প্রতিশোধ একমাত্র উত্তর নয়
হয়ত, কোনও সুতীব্র আলোকচ্ছটা দিগন্ত কে
দীপ্তিময় করে তুলেছে
তা নাহলে,
কিভাবেই বা প্রকৃতির শান্ত-স্নিগ্ধতায় আপ্লুত?


নিশ্চয়ই, সূর্যের কমলাভ রশ্মি অনেক দূরের পথ পাড়ি
দিয়ে এসেছে অনেক যত্ন নিয়ে
তা নাহলে,
কত শত ক্ষত-বিক্ষত  অথবা দগ্ধ-বিদগ্ধ দাগ গুলো
কিভাবেই বা আড়ালে পরে থাকছে অথবা সম্পূর্ণরূপে হারিয়ে যাচ্ছে
স্বর্গীয় শান্তির ছায়াতলে ?


এই ভাবনাগুলোর স্পর্শে যখন ঘুমে ঢলে পড়ে সময়
তখনই রহস্যময় ভ্রমণের আত্মিক রথে করে হারিয়ে যায়


৫ঃ৩৬
ভোর
২২শে মার্চ ২০২১