গভীর অরণ্যের ঠিক মধ্যখানে
ডাইরী হাতে একা বসে


এখানে রাত্রি নামে বিষন্ন এক তন্দ্রাচ্ছলে
এখানে ভোরের আলো আসে
সারি সারি গাছ-গাছালির ফাঁক-ফোকড় গলে
আর কবিতা আসে প্রচুর শব্দের সমারোহে


এখানে কনকনে ঠান্ডা নামে মাঘের শীতে
হাড় হীম হয় যেন ঝমঝম বৃষ্টির কলরবে
কান্ড হারানো পথিকও বোধ খুঁজে পায় কালবৈশাখীর ঝড়ে
ঘন জংগলের গজারী গাছের আঁড়ালে ঐ তো শরদিন্দু হাসে


গভীর অরণ্যের ঠিক মধ্যখানে
ডাইরী হাতে একা বসে


এখানে বিকেলের মায়ার আলোয়
আলেয়া তৈরী হয়ে ওঠে
এখানে সন্ধ্যের সূর্যচ্ছটা এক বিষন্ন
ব্যর্থতার বেদনাকে প্রকাশ করে


এই অরণ্যের সবুজে মন যেন ঊর্ধগগনে
গমন করে ভেসে ভেসে বেড়ায়
এই অরণ্যের আঁধার-আলোর ঋক্ষমন্ডলে
এ মনের যত অলি-গলি অন্তরায়
সব উন্মুক্ত হয়ে হারিয়ে যায়


৪ই ডিসেম্বর ২০২১