খুব নিববে নিভৃতে
অন্তর্ধান
অসংখ্য তীক্ষ্ণ কথায়
অপমান


এই সে ভূমি
এই তার মাটি
অথচ মানুষগুলো খেলো
বিবেকহীন যত পঙক্তি


শিক্ষার পার্থক্য বিস্তর
ধর্মের দরজা নিষিদ্ধ
অর্থের মহা কারবার
কোথায় আজ মূল্যবোধ


আত্মত্যাগের নীতি কেন
ধ্বংসস্তূপ যখন চারিদিকে
অশ্রু জলের মূল্য কি
বিভত্ত্ত্সতা যখন প্রকৃতি তে


খুব নিরবে নিভৃতে
অন্তর্ধান
অসংখ্য তীক্ষ্ণ কথায়
অপমান


আজ তবে বিদায়
ঐ যে সকল প্রার্থনায়
থেকে যাবে হৃদয়ে
মাটির সুগন্ধে সান্নিধ্যে


২৯ শে নভেম্বর ২০২১, ২ঃ০০ রাত