তুমিই যদি হৃদয়বান হও
তোমার কাঁধেই জমে পৃথিবীর ভাড়
বইতে তুমি পার আর নাই পার
পৃথিবীর মানুষগুলো তখন যেন নির্লজ্জ নিরেট ষাঢ়


তুমিই যদি সম্মান প্রদর্শন কর
যার অভিধানে নেই সম্মানের অর্থ
তোমার কাঁধে বন্দুক রেখে তোমায় ছুঁড়বে গুলি
তোমার সকল প্রচাষ্টাই কি তবে ব্যর্থ?


শূণ্য যখন মনের গলি
কিভাবে তুমি পাবে কলি?
যার মনে নেই সুর তাল
তার কেবল আছে অপদার্থ রাগ-ঝাল


নিজেকে যত করবে উজাড়
তাদের বাড়বে তত আকাংক্ষা-স্পৃহা
নিজেকে যত স্নেহের মায়ায় ভীড়বে
তাদের বাড়বে তত অমানবিক স্পর্ধা


১২ই জানুয়ারী ২০২২