জানতাম আমি
নীল পৃথিবীর রংধনুর রংগুলো আমার জন্য নয়
যদি হতাম অন্য কোনও স্বত্তা
তবে, আলোকরশ্মি এই আত্মাকে ছুঁয়ে যেত
যদি অপেক্ষমান সময়ের হিসাব করা যেত
তবে বিধাতা মৃত্যু-দ্যূতকে পূর্বে পাঠিয়ে দিতেন
যদি সমুদ্রের সাদা ফেনায় হারিয়ে যেতে হত
এই কোনঠাসা হৃদয়ের রক্তাক্ত দেহ
তবে সমস্ত রক্ত সমুদ্রের জলরাশিকে করে তুলত লাল-রক্তাক্ত
যে দিকেই তাকানো হোত দেখা যেত
সমস্ত উড়ন্ত স্বপ্নরাশি, মুঠো মুঠো ধুলোকণার জঞ্জাল
জানতাম আমি
যে বিক্ষিপ্ত ভাব, প্রচন্ড হিংস্রতায়-জীঘাংসায় জর্জরিত
এই ক্রুড় আত্মা
যদি সময়রথে করে পাড়ি দেয়া যেত
কয়েকটি জগত
তবে যেকোনও গতি এলেই প্রচন্ড ধাক্কায়
জর্জরিত হতে হোত
অপেক্ষা ভুল কোনও তুচ্ছ কালিমা হয়ে
রয়ে গেল শূণ্যের কোনও দিগন্তের বাগানে
যেখানে মৃত্যু যেন এক
বিষাক্ত মরণখেলায় উল্লাসিত এক আয়োজন করেছে
দেখে যেতে চাই এর শেষ কোথায়
(৮ই জানুয়ারী ২০১৬)