উড়ে যায় সময়
উড়ে যায় হৃদয়
হায়! অসহায়
হায়! অসহায়


অনেক দূরে
আকাশের অনেক অনেক উপরে
সেই সুক্ষ দৃষ্টির বাঁজপাখি
একাকীত্ব আর মুক্তির মিশেল
এক অনুভূতিতে অনুরক্ত


এ এক উড়ন্ত অভীপ্সা
এ এক জড়তাবিহীন ভালবাসা
এ এক জালহীন স্বপ্নবোণা
এ এক আকাংক্ষাবিহীন অপেক্ষা


উড়ে যায় সময়
উড়ে যায় হৃদয়
উড়ে যাওয়াই মংগল যেন
উড়ে যাওয়ায় নেই বাঁধা


অনেক দূরে মেঘ-মালা ছাড়িয়ে
আকাশেরও ওপরে যে নীলাভ জগত
উড়ে যাওয়া যেন কত সহজ
উড়ন্ত ইচ্ছায় যেন বাধ্য সমস্ত বোধ
হায়! মানব-বোধ
হায়! মানব-বোধ


৪ই জানুয়ারী ২০১৭