মুক্ত হল আকাশ
মুক্ত হল বাতাস
মুক্তির আস্বাদন হৃদয়ের গহীনে
দিয়ে গেল এক উড়ো চিঠি
যে চিঠির বিষয়বস্তু
কেবল স্বত্ত্বা থেকে স্বত্ত্বায় অনুভূত


এই মুক্ত সবুজ আকাশের নিচে
এই খোলা সবুজ মাঠে
এই প্রাচীরহীন দিগন্তের কাছে
এই ঝিরঝির বাতাসের মাঝে
এই স্বাধীন উড়ো বলাকাদের ভীড়ে
এই গহীন অন্ধকার রাতে
এই তারার আলোয় আলোকিত পথে


নেই কোনও জড়তা
নেই কোনও আড়ষ্ঠতা
নেই কোনও দ্বিধা
নেই কোনও বাঁধা
নেই কোনও রঙ্গীন মুখোশ
নেই কোনও সাজ-সজ্জা
নেই কোনও বিড়ম্বনা
নেই কোনও মিথ্যা
নেই কোনও চাটুকারিতা
নেই কোনও অন্তরাল
নেই কোনও অভিমান


মুক্ত হল আকাশ
মুক্ত হল বাতাস
মুক্ত হল জীর্ন-শীর্ন আত্মা
মুক্ত হল কবিতা


১০ ই জানুয়ারী ২০১৭