থমথমে এক সন্ধ্যায়,
যখন মুখ গোমড়া করে,
জানালার ফাঁক দিয়ে,
তরু দেখছিল তাকিয়ে,
খোলা আকাশের রং বদলের দৃশ্য;


রুদ্র তখন পথে পথে,
রাস্তার মোড়ে মোড়ে ,
সোহরোওয়ার্দীর বিভিন্ন কোণে,
সতেজ বেলীফুলের মালা খুঁজে খুঁজে,
ভীষণভাবে ক্লান্ত;


একটি ফুলের মালায়
যে ভালবাসার প্রতীজ্ঞা,
একটি ফুলের মালায়
যে স্বপ্নিল আনন্দের বন্যা;
একটি ফুলের মালায়
যে কাব্যিকতার ছন্দ,
একটি ফুলের মালায়
যে মমতার গন্ধ;


রুদ্র তা খুঁজে না পেলে
বাড়ি ফিরবে কি করে?
আর, ওদিকে তরু, শাড়ি পরে,
জানালার শিক ধরে দাড়িয়ে
অপেক্ষমান থাকে;


অবশেষে বাড়ির কাছেই,
পেয়ে গেলো,
এক ছোট্ট কিশোরীকে;
ফুটফুটে গায়ের রং,
অসম্ভব নৈস্বর্গিক সৌন্দর্য,
বড় বড় টানা টানা চোখের দৃষ্টি,
বেলী ফুলের মালায়
যার ফুলের ডালা ভর্তি;
এ সন্ধ্যায় যেই সতেজতা খুজছিল
যেন তাই পেয়ে গেল,
অবাক বিস্ময়ে;


সবগুলো ফুলের মালা
কিনে নিল নির্দ্বিধায়,
বলল, "অপেক্ষা কর ছোট্ট পরী
আমার বউ এসে ধন্যবাদ জানাবে তোমায়";


"তরু, তরু, বাইরে এসো
দেখে যাও তোমার আনন্দধারা",
ব্যস্ত শহরের মাঝেও
এই ছোট্ট বাংলোটির কাছেই
সৃষ্টিকর্তা যেন স্বয়ং পাঠিয়েছেন
এই রহস্যমায়া;
"মা, মা, বাবা এসেছে
তোমায় ডেকেই চলেছে"
ছোট্ট মৃধা হাত ধরে,
টেনে নিয়ে চলে, বাবার কাছে;


রুদ্র তরুর খোঁপায় পড়িয়ে দেয়
বেলী ফুলের মালা,
তরুর অপ্রসন্নতা উধাও হয়ে যেন,
চোখে ঐশ্বরিক হাসির ফোঁয়ারা;


ফিরে এসে খুঁজে পেলনা,
"ছোট্ট পরীটিকে" আর ,
সে চলে যাবে বলেই
দিয়ে গেলো এই স্বর্গীয়, সতেজ, ফুটফূটে সাদা,
বেলী ফুলের মালা;
"একান্ত" উপহার।


২৯ শে মার্চ ২০২১, রাত ৪ঃ২০