সে এক বিশাল ইতিহাস
সেগুন কাঠের নাকি গর্জন বোর্ডের?
তালা চাবিসহ নাকি তালা চাবি ছাঁড়া
সেগুনের রং নাকি অন্য কোনও রং
ভালবাসার রং ছাঁড়া কি রাঙ্গা হতে পারে
এ ভূবন?


সে এক বিশাল কাব্যগ্রনহ
টাকার অঙ্ক যেন মুহূর্মূহ পরিবর্তিত হয়
মিস্ত্রির সে তো কাজে লিপ্ত
তা কেবলই স্বয়ং খোদাতা'লারই বোধগম্য


কেন এত কথা ?
কেন এত হতাশা?
কেন এতটা প্রলয়ংকারী অবিবেচনা?
কেনইবা এতটা অমানবিকতা?


কথায় কথায় জব্দ করতে চাওয়া
কথার পিঠে খোটা দেয়া
কথা যেন যুদ্ধ করতে চাওয়া
অথচ, আমি নির্বিকার , স্তব্ধ , বাকরুদ্ধ
এক অদ্ভূত দীর্ঘশ্বাস
আঁকড়ে ধরেছে


বিশ্বাস অবিশ্বাস এর বিষয় নয়
বিষয় ব্যক্তিগত স্বত্ত্বার উপস্তিতি
কেন এতটা নির্বোধ
কেন এতটা শ্রদ্ধাহীন
কেন এতটা বিবেকহীন বার্তা
প্রতিটা বাক্যে?


চেষ্টার কি কোনও ত্রুটি আছে?
তবে?
কেনই বা এতটা হেলা ফেলা
আর অংকের হিসাবে মশগুল সময়?
স্বর্ণের কুঠীরে অতিবাহিত হৃদয় ?
সবকিছুতেই কি তবে না না না ?


না হয় নির্ঘুম রজনীর ভোরে ওঠা ঘুমের ঘোরে
না হয় রান্নার পূর্বের সময়ে
না হয় এক বিরক্তিকর আলমারির তৈরীক্ষণে
না হয় নতুন কিছু করার প্রয়াসে  


কেন এত না! না! না!
ভালবাসা আর শ্রদ্ধায় কি
সবারই অবদান থাকেনা?


হতাশ এই তৃষিত আত্মা
উদ্বিগ্ন এ হৃদয়
যন্ত্রণায় কোনও লাভ তো নেই
দগ্ধ হয়েও আমি জ্বলে যাব
নির্বিঘ্নে অপেক্ষায় থেকেই যাব
এই পৃথিবী থেকে স্বয়ং খোদাতা'লা
প্রাণ কেঁড়ে না নিলে
কোনদিনও যাবনা এই তোমায় ছেঁড়ে


সেই ঘুণে ধরা আলমারির হিসাব
একদিন পঁচে গলে ডাস্টবিনের আবর্জনা স্তূপে
পড়ে থাকবে হয়ত
কিন্তু হৃদয়ের ক্ষতগুলোর কি হবে?


১লা আগস্ট ২০১৬ , সোমবার , সন্ধ্যা ৬ঃ২৬