মনে পড়ে প্রিয়তম,
কত দিন কর রাত কত হাজার হাজার বছর যেন
দীর্ঘ থেকে দীর্ঘতম সময়ের ক্রন্দনে
ভেসে গিয়েছিলাম আমরা
কে থাকে কার পাশে বল?
স্বয়ং বিধাতা ছাঁড়া?


মনে পড়ে তোমার
সেই দীর্ঘ্তম অপেক্ষা?
কত ক্রোশ ভুল-ভ্রান্তির পৃথক
এক দেয়ালে আষ্টে-পৃষ্টে পৃথক করে দেয়ার প্রয়াস?


মনে পড়ে যায় আমার
কত কদাকার মনুষ্যত্বহীন মুখোশ আর তার আড়ালে
যত হিংস্র ভয়ংকর পৈশাচিক নৃত্য


মনে করতে চাইনা আমি আজ আর
সে সকল অমানবের অমানবিক  
অপবাদ,  অপ্রিয় হুংকার  


ভালবাসার সততা যখন বিধাতাকে জাগিয়ে রাখে
কে কবে কিভাবে পারে তা নিঃশ্বেস করতে?


ভালবাসার গভীরতা যখন স্পর্শ করে যায়
সমস্তটা ভূমি -আকাশ- পাতালের প্রতিটি শিহরিত বাতাস কে
কে কবে কিভাবে পারে তা আমূলে গিয়ে নষ্ট করতে ?


ভালবাসার  প্রতি বিশ্বাস যখন আসহা রাখতে শেখায়
নিজের অন্তর্নিহিত প্রতিভা-আত্মিক শক্তি- দুর্দমনীয় প্রতিটি লক্ষ্যের উপর
কে কবে কিভাবে পারে তা বিন্দুমাত্র বিচলিত করতে ?


মনে পড়ে প্রিয়তম?
যে ভালবাসার গাছ আমরা বুনেছিলাম কত শত বছর আগে
আজ তা বিশাল বট বৃক্ষ হয়ে দাড়িয়ে আছে
আর আমরা হাতে-হাত রেখে
এই বৃক্ষের প্রতিটা কক্ষে
লিখে রেখে
যাচ্ছি বলা - নাবলা সকল কবিতা

৭ই জুন '২০১৬ , বিকাল ৪ঃ১০