আজ মাঝরাতের গভীর প্রহরে ঘুম ভেঙ্গে গেল
মনে হল এক গুনগুন গানের আওয়াজ যেন
ভেসে আসছে ...
'আমায় ডেকোনা  - ফেরানো যাবেনা'


ব্যক্তি জীবনে কোনওদিন চিনিনি মানুষটাকে
ভীষণ তীব্র ভাবের প্রকাশ
খুব সহজ সাবলীল ভাষায়
খুব দারুণ শৈল্পিক ছন্দে
খুব দুর্দান্ত সুর ও শব্দের ঝংকারে


এতটা কষ্ট লাগছে -
যেন মনে হচ্ছে
বাংলাদেশ হারিয়ে ফেলেছে একজন
অসাধারণ কাব্যিকতাকে
বিদগ্ধ হয়েও আলো ছড়িয়ে বেড়ায় এমন দ্যুতিকে
ছন্দে ছন্দে কথা বলার শক্তিকে
অমায়িকতায় এক তীব্র প্রতিভা ধারণ করার ক্ষমতাকে


ভীষণ খারাপ লাগা আচ্ছন্ন করে ফেলেছে
শুধুমাত্র একজন সাধরণ শ্রোতা আমি
শুধুমাত্র একজন সাধারণ গানপ্রিয় মানুষ
অথচ, কি তীব্র তার অস্বাভাবিক প্রতাপ


ভুলে যাওয়ার শক্তি নিঃশেষ করে দিয়ে
এক উন্মোচিত দিগন্তের পথে চলে গেলেন
ভীষণ প্রিয় এক শিল্পী
এক সহজ সত্য নির্বিকার জ্বলন্ত ধ্রুবতারা
ক্যান্সার যুদ্ধে পরাজিত
আত্মিক-যুদ্ধে চির-বিজয়ী


২৮শে এপ্রিল ২০১৭


Last two sentences Added
by Syed Faiyaz Rabbi