যে শীতলতা
শীতকালের শুভ্র বরফে জমে থাকা
এক দীর্ঘ হিম হাওয়াকেও হার মানায়
একাগ্র মনে তাকিয়ে থাকা
এক সুদীর্ঘ অপলক দৃষ্টিকেও অতিক্রম করে যায়
শূণ্যে ভেসে থাকা
কোনও নির্লিপ্ত ব্যাধিকেও অবজ্ঞা করে যায়
রক্তের কণিকার
লাল থেকে নীল হওয়া এক অস্পৃশ্য বালুকাও স্পর্শ করে যায়


সেই শীতল ধমনীতে প্রবাহিত
এক বিরল আত্মা
দ্বিধার চক্র-আবর্ত থেকে বেরিয়ে এসে
হিংস্র জঞ্জালগুলো সরিয়ে দিয়ে
পরিবর্তিত কালের ধ্বংসজজ্ঞ ছুঁড়ে ফেলে
বিচিত্র মনের আশংকাগুলো এক তুড়িতে উড়িয়ে দিয়ে
আজ নিচ্ছে তবে বিদায়


১০ ই মার্চ ২০১৬, সকাল ৯ টা