আজ সেই কালরাত্রি


প্রতিটা অলিগলি,
প্রতিটা বাড়ির উঠান, বারান্দা, শয়নকক্ষ
প্রতিটা বাসস্ট্যান্ড, রেল স্টেশন
রেলগাড়ির প্রতিটা কক্ষ


প্রতিটা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা হলের
প্রতিটা কক্ষ


লাশ আর লাশ
শুধুই লাশ
রক্তাক্ত, দগ্ধ …


আজ সেই কালরাত্রি


বৃদ্ধ, শিশু, নারী কিংবা নর
নিস্তার নেই কারও


রাস্তায় দেখা মাত্র গুলি
রাস্তায় কাউকে না পেলে গৃহে প্রবেশ করে গুলি


মশারির ভেতর রক্তে রক্তে জড়িয়ে আছে
ছোট্ট কয়েক মাস বয়সের বাচ্চাটি
ড্রয়েইরুমে পড়ে আছে কারও বাবা , মা এর লাশ
পড়ার টেবিলের নীচে এসেও গুলি করে গিয়েছে
ছোট্ট বোনটিকে
ভাইটির মৃত্দেহ পড়ে আছে
শহরের কোনও এক কোণে


রক্তে রক্তে একাকার
চারিদিক


লাশ আর লাশ


শহর , গ্রাম , চিকিত্সালয়
যেখানেই মানুষের গন্ধ
সেখানেই গুলির শব্দ


আজ সেই কালরাত্রি
রক্তে রক্তে ভেসে গিয়েছে নগরী


আর কাল সেই অমর স্বাধীনতা দিবস
বিশ্বের ইতিহাসে এক ছোট্ট, সার্বভৌম, স্বাধীন, গর্বিত রাষ্ট্রের আবির্ভাব


বাংলাদেশ


২৫শে মার্চ ২০১৫ , রাত ৮ঃ৫৯