যন্ত্রণা আর বিষাদ এ
ভরে উঠছে এই কবিতার ডাইরিটাও
ভাবনাগুলো  বুঝি কিংকর্তব্যবিমূঢ়


পথে চলতে চলতে কোনও এক
প্রাচীন প্রাসাদের দেয়ালে হয়ত
আঁকা এক ছবিতে পেয়ে যাব
অনন্তকালের দীর্ঘ ভালবাসার ইতিহাস


ইতিহাস ই বটে
ভেঙ্গে চুঁড়েও যখন বট বৃক্ষের মত
এখনও দাঁড়িয়ে আছে
তা জ্বলন্ত ক্ষতবিক্ষত কবিতাংশের শেষার্ধে


মেঘে মেঘে যখন অনেক আকাশ
পাড়ি দিয়ে ফেলি
ঢেউ এর স্রোতে ভেসে গিয়ে যখন
ভাসমান থাকা টাই আয়ত্তে নিয়ে আসি


তখন হঠাত্ফ ফিরে আসা শুরু করে
সেই সুতীব্র সুতীক্ষ্ণ অনুভূতিগুলো
যার সুতোয় সুতোয় বুনন করা আছে
চূড়ান্ত ভাবাবেগ এর এক একটি গ্রন্থ


১০ ই অক্টোবর ২০১৫, বিকাল ৪টা