পথের শেষ হয় যেখানে
সেখানে,
পঁচে গলে পড়ে আছে এক নিথর দেহ
বিবর্ণ, হিম-শীতল, এলোমেলো


ভোরের আলোর প্রত্যাশা
যেন এক নিছক কল্পনামাত্র
আকুল ভালবাসার গোঙ্গানো বিকট আওয়াজ
অশুভ প্রেতাত্মার আনাগোনা


যে কৃত্তি একাগ্রতায় মগ্ন থাকে
তা ভস্ম হয়ে যাওয়াই যেন
আজকের বিধি


যে ঘাসফুলগুলো শরতের মেঘের
আলিঙ্গনের আশায় চির নিদ্রাহীন
তা প্লাবিত হয়ে নিশ্চিহ্ন হওয়াই যেন
আজকের মুক্তি


যে অরণ্যে বুনোফুল কেবলমাত্র একটি প্রাণের
অপেক্ষায় যুগান্তর পার করে দেয়
তা হিংস্র হায়েনার আঁচড়ে ভূপাতিত হয়ে যাওয়াই যেন
আজকের বেমানান অথচ, সঠিক সিদ্ধি


১৯ শে অক্টবার ২০১৫