তোমার মনের গতিপথে যে চড়ুই পাখিদের আনাগোনা
সে পথে ছড়িয়ে রয়েছে অজস্র ভালবাসা , স্নেহ , মায়া


যদি মন ভ্রমরের গুনগুন শুনেই ঘুম থেকে উঠতে ইচ্ছে করে
তবে কোনও এক চপল, চঞ্চল চড়ুই পাখির নীড়ে আশ্রয় নিতে
কেন এক বেমানান নিঃসঙ্গ ঈগলের পানে ছুটে আসলে?
কেন অজস্র নক্ষত্রের মাঝে অনেক দূরে ছিটকে পরা
একাকী এক নক্ষত্রের দিকেই হাত বাড়ালে?


যদি জীবনের সহূলতা , অহরহ সমুত্ফ্সুক  আগুন্তুকের আগমনে মন উত্ফুল্ল হয়
তবে সে প্রাণে এ প্রাণের সহান কোথায়?


৩১শে অক্টবার ২০১৫ , ২ঃ২৫ দুপূর