যদি জীবনটাকে নতুন করে ভাবতে পারতাম
তবে তোমাকে নয়
ভালবাসতাম অন্য কাউকে


যার চাওয়া আর পাওয়ার গভীরে - বাহিরে
হৃদয়ের গহীনে
দিগন্ত ব্যাপ্তিতে
আমিই থেকে যেতাম আমৃত্যু


কেন যেন এই জীবনের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়ে
মনে হচ্ছে
হয়ত ভালবাসার পরিধিতে তুমি এখনও আবদ্ধ হওনি
এই আবেশের বলয়ে আজও যেন কিসের ঠুনকো আওয়াজ হলেই
হুড়মুড় করে ভেগ্ঙ্গে যাওয়ার আশংকা


এতগুলো বছরের যে ভয়াবহ অপেক্ষা , ধৈর্য , শিহরিত সব গ্লানি
কোন কিছুই যেন স্পর্শ করেনা তোমায়
যে স্নিগ্ধ, মায়ার স্বপ্নিল আলেয়ার সংসারে বিচরণ করে
এসেছি এতটা কাল...
যে ভালবাসার কাঙ্গাল হয়ে আবেগ, অভিমানে বোঝাতে চেয়েছি তোমাকে
হৃদয়ের সমস্তটা রক্তক্ষরণ
তা যেন সবটুকুই মিথ্যা মনে হচ্ছে আজ


জানিনা এ পথ কোথায় ধাবিত করবে আমায়
তবে নতুন করে যদি ভাবতে পারতাম
এ জগতের প্রতিটা আলো নিভিয়ে চলে যেতাম বহুদূর


যদি একটিবার বুঝতে
ভালবাসা সহজ কোনও খেলা নয়


২৮ শে ডিসেম্বর ২০১৬