ভ্রান্তিলগ্নে যেই অমানবিক অসহিষ্ণুতা
তার সমাপ্তি কোথায়?
বিচলিত হৃদয়, বিচলিত সময়
আরাধনার উপাসনার এক বলয়


প্রার্থনার কোনও শেষ নেই
তবে প্রার্থনারত স্বত্তার যেন অসীম ধৈর্য
অনুকূলে যে সময় , যে সৌন্দর্য
তার ব্যাপ্তি অনুভূত হতে এত বাঁধা কেন?


অরুণ আলোয় যে সমগ্র ভালবাসা রং
ছড়িয়ে পরে চারিদিকে
শূণ্যে তাকালে
তা কি ম্লান মনে হয়?


প্রতিহার্যতা দিয়ে পরিমাপ করা যায় কি?
আত্মার গভীরে মিশে থাকা হৃদয় নিংড়ানো রক্তের কালিতে
লিখে রাখা কোনও অপার্থিব ভালবাসা?  
আকাশের অজস্র ধূমকেতু যেন ছিঁটকে পড়ে
বিবেকের কাছে এসে ধরা দেয়


এসব বিচ্ছিন্ন সব অনুভুতির গতি
যদি নির্ধারণ করা যেত
তবে দেখতে আবেগে ভেসে যাওয়া যে প্রাণ
তার বিনাশ নেই
সে নীল সমুদ্রের ফেনায় ফেনায় ভাসমান
থেকে যায়
সে বিস্তীর্ণ দিগন্তের মাঝে  অম্লান হয়ে
জেগে রয়
তার সমাপ্তি লেখা নেই কোনও
কবিতার সমাপ্তিলগ্নে  


৬ই জানুয়ারী ২০১৫