আজ মুক্ত করলাম কবিতা তোমাকে এই সত্তাকে
এক বন্দীত্ব থেকে
স্বাধীন আকাশের নিচে
এই পরাধীন , হীন
অন্যের ইচ্ছা- অনিচ্ছার আবর্তে আবর্তিত জীবন
এর ইতি টানলাম অবশেষে
মুক্ত করলাম আমার কবিতা গুলোকে
অজস্র ভালবাসা দিয়ে তিলে তিলে
যত্ন করে লিখেছিলাম যেই শ্রুতিগুলো
অথচ, কে বোঝে কার মনের কথা
অর্থহীন প্রলাপ বইকি
সংকীর্ণ , কদাকার বিবেকবোধ
মনুষ্যত্ব হীন , মমতা বিহীন সেই সে প্রেম


মুহূর্তেই উড়ে যায় সীমানা ছাড়িয়ে
নিমেষেই মিলিয়ে যায় রংধনু কে বিবর্ণ করে


মাঝেমাঝে যতই ভাবছি
মুষড়ে পড়ছি
হতবিহবল হয়ে পড়ছি
নিভৃতে হৃদয়ের গভীরে যেন কাঁদছি


কি নিদারুণ সূক্ষ্ম অত্যাচার
কি বিভত্স অন্যায় অবিচার


আজ মুক্ত করলাম এই অস্তিত্বের পরাধীনতা কে
ভালবাসা যদি এত খেলো হয়
তবে যাক সে তবে উড়ে ই যাক
হয়ত ছিল সে কোনও এক উন্মাদ নায় মত্ত খেলা
হয়ত ছিল সে কোনও দুর্বল আঘাত প্রাপ্ত সময়ের প্ররোচনা
হয়ত ছিল সবই ভুল এই চিন্তা জগতের বিভ্রান্তি
হয়ত ছিল সবই ভুল আমার অসংলগ্ন ভাগ্যে র নিয়তি


হা! হা! হা!
শেষ মেষ যা হবার তাইতো হল
অযথা প্রতীক্ষিত সময়ের লাঞ্ছনা বহন করে বেড়াতে হল


২৬ শে মার্চ ২০১৬, রাত ৯ঃ০৯   ( মালায়শিয়ার সময়)