কিছু অদ্ভূত ধারায়
নির্ধারিত এই পার্থিব জীবনের গতিময়তা
কারও কারও শূণ্যতায়
যেন থাকে বিশাল উদারতা  
যেন থাকে সুদৃড় মানবতা
অথচ,
কেউ কেউ শত বিত্তের মাঝেও থেকে যায়
কি ভয়াবহ ভীষণ শূণ্যতায়
কি ভয়াবহ ভীষণ আরষ্ঠতায়
কি ভয়াবহ নিষ্ঠুর অমানবিকতায়


ভেবে ভেবে আমি ক্লান্ত হয়ে যাই
জীবন কোনও পার্থিব বার্তায়
চলমান কোনও বই নয়
তবু, ছোট্ট ছোট্ট নিভু নিভু পদক্ষেপ
কষ্ট দেয়
পিড়ীত করে আমায়
ভীষণ ভাবে ভাবায়


সবার পৃথিবী একই আবেশে
আবিষ্ট নয়
কারও গুরুত্ব যেমন প্রতিটা অর্থের হিসাব-নিকাশে
কারও গুরুত্ব তেমনি প্রিয়জনের মুখের হাসিতে


পথ সেই কবেই শুরু হয়ে গিয়েছে
পৌঁছে গিয়েছি বহু আগেই আমি
নক্ষত্র থেকেও বহু দূরে


কষ্ট দেয়না এই স্বার্থপর পার্থিবতা
কষ্ট দেয় মনের গভীরের কার্পণ্যতা


২৫শে মে'২০১৫ , রাত ১০ঃ৪৩