যতবার দেখি ছবিগুলো
ডুঁকড়ে কেঁদে উঠে হৃদয়
এক অদ্ভুত মৌন অসংলগ্ন হতাশা
স্পর্শ করে যায় সমস্ত টা স্বত্ত্বা


যতবার দেখি ছবিগুলো
বিহ্বল হয়ে পরে সময়
এক অসিহর ক্রমশ পুঞ্জীভূত রাগ অভিমান
ভর করে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে


এ কেমন বিচার?
এ কেমন ব্যবহার?
এ কেমন হিংস্রতা?
এ কেমন দক্ষতা?


বস্তু যখন ভাসমান
অশ্রু তখন অপদার্থ এক ক্রন্দন
নাহ!
আর কিছুই করার নেই
তবে এর বিচার হবেই
একদিন


এলোমেলো জিঘাংসা
কিংকর্তব্যবিমূঢ় সমস্ত টা ভাবনা
জলাঞ্জলি হোক ওসব আদিক্ষেতার
ছুঁড়ে ফেলে দিলাম ওসব মিথ্যাচার


আলো আঁধারের দেবতা নাকি ?
হা!হা!হা!
তাচ্ছিল্যে র হাসি
ঘৃণা সর্বস্তরে ছড়িয়ে আসি


এ কেমন ফটোগ্রাফী?
এ কেমন নিরেট ভুল?
এ কেমন হিংস্র ঔদ্ধত্য ?
এ কেমন বিবেকহীন মন?


২২ শে আগস্ট' ২০১৬