এক অভাগা জাতির দুর্দশার কথা
পৃথিবীর নামী-দামী গন্য-মান্য ব্যক্তিদের
কাঁছেও যা ঘেঁসে না
শান্তি এনে দেবে বলে যে অং সাং সুচি
আজীবন জপ অথবা জল্পনা করেছে
আজ সে নিরব দর্শক শুধু নয়
বরং ইন্ধন যুগিয়ে চলেছে এ হত্যাজজ্ঞ্যে


বিভত্যস সেসব দৃশ্য
মানুষ-এর হার মাংস কেঁটে আলাদা করা হচ্ছে
সেসব বিচিত্র অমানবিক চিত্র
অথচ, আজও নিরব নিথর প্রতিবেশী আমরা
নির্যাতিতদের নির্যাতকের হাতে তুলে দেয়া
হাহা! কত বড় নির্লজ্জ অপরাধী আমরা


ভুলে গিয়েছে এদেশ সেসব দিনের কথা?
মানুষ হত্যায় রক্তাক্ত এক বাংলাদেশ কে?
ভুলে গিয়েছে নিপীড়নের কোন মাত্রায় গিয়ে
দেশ অস্ত্র হাতে লড়েছিল তীব্র প্রতিবাদে?


আমরা ওদের মত
সর্বহারা অভাগা হওয়ার পথেও
ছিল এ ভিটে মাটি
ছিল আন্তর্জাতিক মমত্ববোধ


এক অভাগা জাতির দুর্দশার কথা
কিভাবে লিখব আমি?
ক্ষত-বিক্ষত আগুনে পোঁড়া লাশের স্তূপ দেখেও তো
আমাদের মমত্ববোধ জেগে ওঠে না
নারী- শিশু -বৃদ্ধ- যুবক কাউকেই যেন ওরা ছেঁড়ে দেবেনা
হত্যাজজ্ঞ্যের হিংস্র পরিকল্পনা
হত্যাজজ্ঞ্যের বিভ্ত্যস জীঘাংসা
পৈশাচিক অভিরুচী
ঘৃণ্য অমানবিক লালসা


এক ক্ষুদ্র দরিদ্র জাতির
ভাগ্য যেন নির্ধারণ করেই ছাঁড়বে


আর আমরা ~ ইতিহাসের পাতায়
পৃথিবীর শ্রেষ্ঠ বাঙ্গালী
বাংলাদেশী হয়ে চেয়ে চেয়ে অত্যাচারীর দলে
হাতে-হাত, কাঁধে-কাঁধ মিলিয়ে
শরীক হয়ে রব ?!!!


৪ ই ডিসেম্বর '২০১৬
রাত ৮ঃ-০১