আবছায়া পথ্চলা
থমকে থমকে হোঁচট খাওয়া
অসম্ভব মৃত্যুর পথ থেকে ছিঁটকে আসা
আশা- হতাশা- হায়! ভালবাসা


দূর-দিগন্তের কোণে কোনও এক ছোট্ট চিলেকোঠা
অসম মনস্তাত্তিক লড়াইয়ের নিরবতা
ভাষাহীনতা ভাষায় যেন ভেসে যাওয়া
রক্তাক্ত মেঠো-পথে হেঁটে আসা


স্বপ্ন ধূসর , অসংলগ্ন মরিচীকা
পথ যেন আর শেষ হয়না
অমানবিক মৃত্যু যন্ত্রণা
স্বাধীনতার আঁড়ালে উদ্ভ্রান্ত জড়তা


হায়! বিভীষিকা!
হায়! উন্মাদনা!
হায়! দৈনতা!
হায়! ভালবাসা!
হায়! ভালবাসা!


২৩ শে ডিসেম্বর ২০১৬